Wednesday, November 26, 2014

যুব সমাজ

তোমাদের দোষ নেই
তোমরা অসীম সম্ভাবনা নিয়ে জন্মেছিলে
জন্মেছিলে সজীব তরতাজা বহু তথ্য ধারন এবং বিশ্লেষনে সক্ষম মস্তিস্ক নিয়ে
সুস্থ সবল নিরোগ একটি দেহ নিয়ে
একটি রুক্ষ নিস্ফলা স্থানকে তোমরা প্রান প্রচুর্যে ভরে দিতে পারতে
সোনা ফলাতে পারতে, স্বর্গ বানাতে পারতে চোখের নিমেষে।

দোষ তোমাদের পুর্বসুরীদের
তারা তোমার জন্মদাতা নয়, সহোদর নয়, স্বজনও নয়
বিধাতার অপরুপ এক নিসর্গকে তারা
তোমাদের জন্য নরক বানিয়ে রেখেছেন।
এখানে তোমাদের সম্ভাবনা কে হত্য করা হয় সুকৌশলে
তোমাদের মস্তিস্ককে তৈরি করা হয় মানব বোমায়
যে হাতে তোমরা কাজ করবে,
সে হাতে তোমারা নিজেরা নিজেদের বিকলাঙ্গ কর
নিজের ভাইকে হত্য কর
নিজের মা’কে সন্তানহীণ কর।
তোমাদের অনুভুতিকে রুপান্তর করা হয় ইচ্ছেমত
অর্থের লোভ, ক্ষমতার লোভ, জৈবিক লোভ
সকল লোভকে জাগিয়ে তোলে তারা
তোমরা ছোট, ছুটতেই থাক আমৃত্যু,
কিন্ত, সবকিছুই থাকে অধরা।
কি জানি হয়তো একদিন সবই ঠিক হবে
ততদিনে হয়তো ছুটতে ছুটতে
তোমাদের অস্থি মজ্জা সবই ক্ষয়ে ক্ষয়ে মিশে যাবে মাটিতে
কিন্ত তোমাদের উত্তরসূরীরা?
তারা কি তোমাদের ঘৃনার চোখে দেখবে?
নাকি করুনার চোখে দেখবে?

23.11.2014

No comments:

Post a Comment