স্বার্থক জনম আমার জন্মেছি এই দেশে
আগে মারলে জিতব আগে, হারব ভাবলে শেষে।
তোমার খুনী তোমার মাকেই হুমকি দেবে আবার
নেতা নেত্রী, থানা পুলিশ খুজবে তাদের খাবার
আগে মারলে জিতব আগে, হারব ভাবলে শেষে।
তোমার খুনী তোমার মাকেই হুমকি দেবে আবার
নেতা নেত্রী, থানা পুলিশ খুজবে তাদের খাবার
যা গেছে তা থাকনা, কেন অতীত ঘাটাঘাটি
অনেক নতুন ইস্যুর মাঝে, দাও তা চাপা মাটি
ভুলেই তো যাই আমরা সবাই, কেন মনে করাও?
ছেলে হারা মায়ের মনটি দুঃখ দিয়ে ভরাও?
বলবে আবার, মা কি ভোলে? সন্তানেরি কথা?
ভোলে না গো, চাপা পড়ে, দুঃসহ সেই ব্যাথা।
যদি আসে সে দুঃসময় ভাববে গিয়ে পরে
আগের মারটি আগেই দাও, না হয় যাবে মরে।
20.11.14
অনেক নতুন ইস্যুর মাঝে, দাও তা চাপা মাটি
ভুলেই তো যাই আমরা সবাই, কেন মনে করাও?
ছেলে হারা মায়ের মনটি দুঃখ দিয়ে ভরাও?
বলবে আবার, মা কি ভোলে? সন্তানেরি কথা?
ভোলে না গো, চাপা পড়ে, দুঃসহ সেই ব্যাথা।
যদি আসে সে দুঃসময় ভাববে গিয়ে পরে
আগের মারটি আগেই দাও, না হয় যাবে মরে।
20.11.14
No comments:
Post a Comment