এলো তারা, প্রবলেমে পড়ল বসুধা
পেটে করে নিয়ে এলো রাক্ষুষে ক্ষুধা।
জমি, খাল-বিল খায়, খায় নদী নালা
যত খায় ক্ষুধা বাড়ে, বাড়ে তার জ্বালা
সুদ খায় ঘুষ খায়, খায় ডোনেশন
বকশিশ, চাঁদা? এতে ভরে নাতো মন
পার্সেন্টেজ, আছে তদবির ফিস
একেবারে না’র চেয়ে হোক ভরা ডিস
রক্ত মাংশ সহ জৈবিক দেহ
খায় ওরা সপ্নও, দেখে যদি কেহ
ভরসা, আশা, মান সম্মানও খায়
তিল হোক তাল হোক যখন যা পায়।
ক্ষুধার পেছনে তারা দিন রাত ছোটে
পারে তো দেশটা খায় পেটে যদি আটে।
26.11.14
পারে তো দেশটা খায় পেটে যদি আটে।
26.11.14
No comments:
Post a Comment