Wednesday, November 26, 2014

মুক্তিযোদ্ধা

পালিয়ে যাইনি,
অসহ্য শুণ্যতা, নিকষ কালো অন্ধকার, নিস্তব্ধতা, নিসঙ্গতা,
সহ্য করেছি।
কোন খাবার ছিলোনা, বিশ্রামের জায়গা ছিলোনা,
ঘুমের শান্তি ছিলোনা, নিরাপত্তা ছিলোনা
সবকিছু সহ্য করেছি।

সবচেয়ে আপন যে পরিবার,
তাদের সবাইকে রক্ষাকরার দায়িত্ব ছিলো আমার একার,
অবহেলা করেছি।
যার চোখে পানে চেয়ে কাটিয়ে দিতে পারতার দুই চারটা জীবন।
কত ছোট ছোট সপ্ন থাকে মানুষের!
সংসার, সখ, খাওয়া-দাওয়া, আদর পাওয়ার ইচ্ছে, আদর করার ইচ্ছে;
আমারোতো ইচ্ছে করতো, আর সবার মত......
মনে হয়, কিছু কিছু মানুষের রক্তে কিছু একটা আছে।
না পারে এড়িয়ে যেতে, না পারে চোখ বুজে থাকতে
বুকে পাথর বেঁধে, সব ফেলে এসেছি।
পারতাম; ক্ষমতাসীনদের খাতায় নাম লিখিয়ে
পরিবার, আত্মীয় স্বজনদের সাথে সুখে থাকার স্বপ্ন দেখতে
সুযোগও ছিলো.......
কিন্ত যখন, দুখু ময়রার দোকানে আগুন দেখেছি,
আলম মুদির মেয়েকে টেনে হিচড়ে নিয়ে যেতে দেখেছি,
ক্যন্টনমেন্টের ভিতরে, মানুষের আর্তনাদ শুনেছি
নর্দমায় অগনিত লাশ পঁচতে দেখেছি
চুপ করে বসে থাকতে পারিনি..
বেড়িয়ে গেছি রাতের অন্ধকারে, অনিশ্চয়তার পথে, সবকিছু ছেড়ে
শুধুমাত্র, সবাইকে নিয়ে ভাল থাকার আশায়।
এটাকে কি নিজে-নিজে, একা-একা ভালো থাকার ইচ্ছে বলা যায়?
আজ দিন বদলেছে
আমরাই জিতেছি শক্তির জোরে,
এখন যেদিকে তাকাই, সবই আমাদের
গায়ের জোর আর তেমন নেই, মনে হয় দরকারও নেই
নতুন প্রজন্ম আসছে, তারা সবই একসাথে কাজ করবে,
সোনা ফলাবে, উন্নয়ন করবে
আমরা সবাই মিলে তা উপভোগ করব।
কিন্ত হঠাৎ একদিন দেখি
তখনকার ক্ষমতাসীনদের দলের লোকজনের তালিকাটির মত
আমাদেরও একটি তালিকা হচ্ছে
সেই আলম মুদি, দুখু ময়রা, অসংখ্য নির্যাতিত মানুষের সাথে
আমার পার্থক্য করার জন্য।
যদি কখোনো ওরা ক্ষমতায় আসে,
তালিকা ধরে যেন ওরা প্রতিশোধ নিতে পারে তার জন্য?
সেসবে কখোনো ভয় পাইনি, এখোনো পাই না-
কিন্ত, মনে করতে পারি না; আমি কি এই চেয়েছিলাম?
স্বাধীন দেশে আমার এবং আমার উত্তরসুরীর জন্য একটা সার্টিফিকেট?
আমাদের সন্তানের তো সব আছে, হাত পা, মেধা, বুদ্ধি সব,
উপরন্তু একটি স্বাধীন দেশ, সুজলা সুফলা শস্য শ্যমলা দেশ।
আজ যদি এদেশের কোন সাধারন নাগরিক আমার দিকে আঙ্গুল উচিয়ে বলে,
“আমাদের জন্য যুদ্ধ করে উনি আমাদের অধিকারের উপর অগ্রাধিকারের থাবা বসিয়েছেন”
যদি কেউ প্রশ্ন করে “ আপনারা কোনটা চান? সম্মান না অগ্রাধিকার”
আমি কি উত্তর দেবো?
যদি তারা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে?
তাহলে এই লজ্জার দায়িত্ব কে নেবে?
24.11.2014

No comments:

Post a Comment