Wednesday, November 26, 2014

বিশ্বাস



আমরা অবশ্যই তোমাকে আমাদের ঘাড়ের উপর দাড়াতে দেব
যখন জানব আমার ঘাড়ের উপরে দাড়িয়ে তুমি যে ফলটি পাড়বে তার থেকে আমরাও ভাগ পাবো।

আমি অবশ্যই আমার টুটি চেপে ধরার জন্য তোমাকে ক্ষমা করব যদি জানি আমার আমার কণ্ঠরোধকরে তুমি আমাকে বিষ থেকে বাঁচাবে।

অপরাধ নিও না! আজীবন দেখেছি তুমি আমাদের ঠকিয়ে নিজের পকেট ভরেছ। 
তোমাকে তাই তোমাকে বিশ্বাস করি কি করে বলো? বিশ্বাস অর্জন করা তো তোমার দায়িত্ব!

No comments:

Post a Comment