Wednesday, November 26, 2014

প্যারোডি



শরৎ বাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে
তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে
তুমি জান না কি করছে তোমার সেই ছোট্ট আমিনা।।

বর্গিরা আর দেয়না হানা নেই তো জমিদার
ঘরে ঘরে হানা দেয় ওয়াইফাই আর ডিসের তার
আমেনা চ্যাটিং করে ফেইজবুক খুলে
চার পাচটা বয়ফ্রেন্ড পেয়ে গেছে বাপ ভুলে
ভাড়া বাসায় একাই থাকে, অতীত চেনে না।।

গেল বছর বিদ্রোহ হল এবছরে গুম
দেশের যত আমজনতা চোখবুজে দেয় ঘুম
খাবার দাবার সবই তাজা দিয়ে ফরমালিন
যতই খায় বাচার বদলে কমে আসে দিন
ক্যন্সারেতে ধুকছে গফুর সেবা মেলেনা।।

রাম বাবাজি ছাত্রলীগে দিয়েছে যে যোগ
বছর সাতেক আগে ছিলো বিএনপির লোক
রাস্তায় গরম করে চলে এফজেড দিয়ে
ভাল আছে সুখেই আছে গাড়ি বাড়ি নিয়ে
অল্প বয়সে এত কিছু? হিসেব মেলেনা।।

পার্বতি রাজনীতিতে এলো দেবদাস মরার পরে
চন্দ্রমুখীও হাটল সোজা সেই পথটিই ধরে
ভাগ করে চালায় তারা তোমার সোনার দেশ
ফুল ফ্যামিলি (চৈদ্দ গুষ্ঠি) বিলিয়নিয়ার আছে তারা বেশ
দেশ-বিদেশে বাড়ি গাড়ি অভাব বোঝে না।।

শরৎ বাবু এ চিঠি পাবে কি না জানিনা!!!

No comments:

Post a Comment