পিছু হটতে হটতে দেয়ালে পিঠ ঠেকেছে অনেক আগেই
দেয়াল ভেঙ্গে এখোনো পিছু হঠছি!
মারের ভয়, ক্ষুধার ভয়, অবস্থানের ভয় দেখিয়ে
তাড়া করে ফিরছে অহর্নিশ।
খুব বেশি তো চাওয়া ছিলোনা আমার!
একটু খাবার, বাসস্থান, পরিবার, একটু সুখ...
কাউকে না ঠকিয়ে, না বিরক্ত করে একটু পথ চলা
কি, খুব বেশী চাওয়া মনে হচ্ছে?
বিশ্বাস করুন, শুধু এটুকুই।
তাতেও সবার গা জ্বালা ধরে গেল?
অনেক দিন প্রতিবার না করেই থেকেছি।
আমিও এই পৃথিবীর একজন মানুষ
আমরো তে ইচ্ছে করে
বাঁচার মানেই যদি না থাকলো
তবে কথা বলে প্রতিবাদ করেই মরে যাবো বলে ঠিক করেছি।
অনেক দিন তো হল।
ভয় পেতে পেতে আমি এখন ক্লান্ত, বিরক্ত
এখন আমার বিশ্বাস জন্মেছে
আমার চলে যাওয়া মানে আমার ক্ষতির চেয়ে
আপনাদের ক্ষতিই বেশী।
29.11.14