Saturday, November 14, 2020
Sunday, October 25, 2020
ব্যবসায় ধর্ম
ছড়াতে যে ধর্ম, বোঝ তার মর্ম?টুপি বেচা, গোশ বেচা,উৎসবে জামা জুতা,পৈতা বা ফুল বেঁচাআরো যত কর্ম-সবই হল ব্যবসায়।ব্যবসায় ধর্ম। ধর্মের উৎসব? ভাবো বুঝি তাই?পকেটেতে টাকা এলেমনে যেই খুশী মেলেসে খুশীতে ধর্মের কোন লেশ নাই। মানুষ যখন হন ধর্মীয় কবি,ধর্মের জয়গানহর রোজ লিখে যানধর্মকে পুজি করেসেটার ঝান্ডা ধরেদিনে দিনে বনে যান সুখ্যাতি লোভী। বিশ্বাসে ধর্ম। যেখানে তা নাই..ধর্মটা যার যারউৎসবও তার তার,এই কথাটুকু তুমি জেনে রাখ ভাই।xx
Thursday, October 8, 2020
দ্বৈত সত্ত্বা
আমার চিন্তা
আমার সাথে করছে প্রবঞ্চনা
আমি বিভক্ত
আজ
নিজেই নিজকে
করছি প্রতারনা।।
আমি যাই ভাবি
তাও সত্যি যেমন,
উল্টোটাও যেমনি;
যে পথ শেষে
লক্ষ্য আমার,
উল্টো পথেও
তেমনি।
আমি পাপ পুন্যের
একই দেহে করছি
আরাধনা।।
আমি সত্যি
এবং স্বপ্ন দুটোই
এই চোখেতেই
দেখি।
আমি যেই কলমে
কাঁটি, আবার
সেই কলমেই
লেখি।.
আমি সুখের
তরে কাছে টানি
হতাশা যন্ত্রনা।।
Tuesday, October 6, 2020
আলো
কখোনো কি দেখেছা?
লোহা নিজে
তার গায়ের মরিচা ঝেড়ে ফেলে?
মস্তিস্কে
চোরা কুঠুরিতে অন্ধকার আটকে আছে!
মাথাটা ফাটিয়ে
রোদ্দুরে বিছিয়ে দাও,
আলো প্রবেশ
করুক প্রতিটি অলিতে-গলিতে।
নিওরন উজ্জীবিত
হোক,
শ্যাওলাগুলো
শুকিয়ে ধুলো হয়ে ঝড়ে যাক,
ভেঙ্গে পরুক
মুখোশ।
তখন যদি তুমি
ভালোবাসার কবিতা পড়ো,
হয়তে মনের
গহীণে হাহাকার উঠবে,
হয়তো চোখের
কোনে গড়াবে সত্যিকারের অশ্রু।
Saturday, September 5, 2020
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব
লিখতে নারি
গদ্য, পদ্যজানিনা গান,
অভিনয়,আবৃত্তি বা
নৃত্য জানি..ব্যপারটা ঠিক
তাও নয়। কথা জানি,
যখন যেমন, যেথায় যেমন
লাগে;ভিরবাট্টা
দেখলে আমি থাকি সবার
আগে। সংগঠক? তাও
বলা যায়;আছি দু-পাঁচটাতেযেটার সভাপতি
ছিলামসেটার সূর্য
পাটে। প্রশাসন, লোকাল
নেতাযে ক্ষমতায়
আছে?খুঁজে খুঁজে
থাকি আমি তাদের কাছে
কাছে। শিল্প এবং
শিল্পী? সে নয়মূখ্য আমার কাছেআমি পালি তাদের,
যারা ঘোরে আমার
পাছে। আমার কথার
পুতুল যারাতারাই আমার
প্রিয়তাদের ঘাড়ে
দাড়িয়ে আমিহই অতুলনীয়। প্রবীণ বলে
মুখের উপর কেউ বলেনা
কথা।পাছে লোকে
কয় কি? সে তাবলুক গিয়ে
যাতা। সবসময়ে সবখানে
কান দিলে কিআর
চলে।সময় বুঝে সময়
মতফাঁসিয়ে দেব
কলে। ঐটা আমি ভালো পারি সবাই সেটা
জানে।এই অষুধেই
সবাই আমায়বাধ্য হয়ে
মানে। জানি আমি!
কে আমাকেকত্ত ভালোবাসে!পিছে বসে গালি
দেয় আরসামনে এলে
হাসে। সে হাসিতেও
ঘৃনা থাকে সেটাও আমি
জানিযায় না কিছু
এসে। এসবমোর কাছে জল-পানি। জমুক ঘৃনা,
গ্লানি, তবুযে কটা দিন
বাঁচিমরলে মারুক
ঝারু, তবে এখনতো বেশ
আছি।x
Wednesday, August 19, 2020
চোর
পরের বাড়ির আম-জাম চোর
হাস, মুরগী,
লিচু, এচড়;
দিন যত যায়
এমনি করে
হাতের কেরামতি
বাড়ে।
ছোট্ট চোর
আজ মস্ত চোরা
এখন চড়ে গাড়ি
ঘোড়া।
Monday, August 17, 2020
সত্য কথা
শোনেন,
আমি
আগের
মত
ইদানিং
আর
সত্য কথা কই না।
কওয়ার
আগে,
অনেক
ভাবি;
ফাও
রিস্ক
আর
লই
না।
এই
যে
ধরেন
কেউ
জিগাইলো
”কেমন
আছেন
ভাই”?
আমি
অনেক
কিছু
ভাবি;
কি
বলিলে
ভালো
হয়
আর
কোনটাতে
রিস্ক
নাই?
ভালো
কিংবা
খারাপ
আছি,
আনন্দে
বা
দুঃখে
আছি,
কি
বললে
সে
খুশি?
সে
যেটা
চায়,
সেটাই
বলি,
সত্যি,
মনে
পুশি।
এমনি
করেই
সত্যিটাও
মরে
মনের
মাঝে
।
রোবট
হয়ে
বেড়াই
ঘুরে
সকাল
সন্ধ্য
সাঁঝে।
শোনেন,
আমি আগের মত ইদানিং আর
সত্য কথা কই না।
কওয়ার
আগে,
অনেক
ভাবি;
ফাও
রিস্ক
আর
লই
না।
এই
যে
ধরেন
কেউ
জিগাইলো
”কেমন
আছেন
ভাই”?
আমি
অনেক
কিছু
ভাবি;
কি
বলিলে
ভালো
হয়
আর
কোনটাতে
রিস্ক
নাই?
ভালো
কিংবা
খারাপ
আছি,
আনন্দে
বা
দুঃখে
আছি,
কি
বললে
সে
খুশি?
সে
যেটা
চায়,
সেটাই
বলি,
সত্যি,
মনে
পুশি।
এমনি
করেই
সত্যিটাও
মরে
মনের
মাঝে
।
রোবট
হয়ে
বেড়াই
ঘুরে
সকাল
সন্ধ্য
সাঁঝে।
Sunday, March 29, 2020
করোনা ভাইরাস
এ যুদ্ধ নয়
মুক্তিযুদ্ধ
এ, পালিয়ে থাকা।
এ যুদ্ধতে একটাই
কাজ
নিজেকে সেফ রাখা।
নিজে বাঁচলে আছেন
পিতা
এটাই মুল মন্ত্র
নিজে বিকল মানেই
হল
বিকল
রাষ্ট্রযন্ত্র।
নিজকে ভালোবাসার
মাঝেই
আছে সবার হিত
গলায় গলা খাতির
মানেই
হিতে বিপরীত।
দুরে থেকেই
ভালবাসা
প্রানের কাছাকাছি
ঘরে থাকি দুরে
থাকি
সবাই মিলে বাঁচি।
Tuesday, January 7, 2020
প্রভুভক্তি
স্বাধীন দেশে বাস করি, তাই
বললে তো রাগ হবা।
অধীনতা? মজবুরি নয়
রোগ এটারে কবা।
এ রোগ যাদের, পুরান রোগী
লেজ পটপট নড়ে।
বাপের চেয়ে মনিব বড়
প্রথম এ পাঠ পরে।
কুকুর এদের আদর্শ, তাই
কুকুর সবার সেরা।
প্রভু-ভক্তি? কুকুর প্রথম
আর দ্বিতীয় এরা।
প্রভু যাহা করেন তাহা
হোক ভাল বা অন্যায়;
সব কিছুই ভেসে যাবে
প্রভু ভক্তির বন্যায়।
জি স্যার কিংবা জি ভাই
এইটা এদের মন্ত্র।
এদের বিবেক? কি কও?
এরা পুরা পুরি যন্ত্র।
শ্রষ্টা এদের মানুষ করে
তাই করেছেন ভুল।
কুকুর এদের মুল অরিজিন
কুত্তাপনাই মূল।
Monday, January 6, 2020
মাননীয়
এক আছিল কনষ্টেবল ,
তার বহু নাম ডাক!
হাত
পাতে সে সকল সময়
পাইলে চিপা, ফাঁক।
হাত
পাতে সে রাস্তা, বাজার,
ফুটপাতে, দোকানে
হোক
ভিখারী, রিক্সাচালক,
সব ধরা এইখানে।
ছিচকে
স্বভাব? হোক, তাতে কি?
খুব উচু নাক তার।
মাইন্ড
করে খুব, কেউ যদি না
ডাকে তারে স্যার!
Subscribe to:
Comments (Atom)









