কখোনো কি দেখেছা?
লোহা নিজে
তার গায়ের মরিচা ঝেড়ে ফেলে?
মস্তিস্কে
চোরা কুঠুরিতে অন্ধকার আটকে আছে!
মাথাটা ফাটিয়ে
রোদ্দুরে বিছিয়ে দাও,
আলো প্রবেশ
করুক প্রতিটি অলিতে-গলিতে।
নিওরন উজ্জীবিত
হোক,
শ্যাওলাগুলো
শুকিয়ে ধুলো হয়ে ঝড়ে যাক,
ভেঙ্গে পরুক
মুখোশ।
তখন যদি তুমি
ভালোবাসার কবিতা পড়ো,
হয়তে মনের
গহীণে হাহাকার উঠবে,
হয়তো চোখের
কোনে গড়াবে সত্যিকারের অশ্রু।

No comments:
Post a Comment