Sunday, October 25, 2020

ব্যবসায় ধর্ম




ছড়াতে যে ধর্ম, বোঝ তার মর্ম?
টুপি বেচা, গোশ বেচা,
উৎসবে জামা জুতা,
পৈতা বা ফুল বেঁচা
আরো যত কর্ম-
সবই হল ব্যবসায়।
ব্যবসায় ধর্ম।
 
ধর্মের উৎসব? ভাবো বুঝি তাই?
পকেটেতে টাকা এলে
মনে যেই খুশী মেলে
সে খুশীতে ধর্মের কোন লেশ নাই।
 
মানুষ যখন হন ধর্মীয় কবি,
ধর্মের জয়গান
হর রোজ লিখে যান
ধর্মকে পুজি করে
সেটার ঝান্ডা ধরে
দিনে দিনে বনে যান সুখ্যাতি লোভী।
 
বিশ্বাসে ধর্ম। যেখানে তা নাই..
ধর্মটা যার যার
উৎসবও তার তার,
এই কথাটুকু তুমি জেনে রাখ ভাই।
x
x

No comments:

Post a Comment