Thursday, October 8, 2020

দ্বৈত সত্ত্বা

 


আমার চিন্তা আমার সাথে করছে প্রবঞ্চনা
আমি বিভক্ত আজ
নিজেই নিজকে করছি প্রতারনা।।
 
আমি যাই ভাবি তাও সত্যি যেমন,
উল্টোটাও যেমনি;
যে পথ শেষে লক্ষ্য আমার,
উল্টো পথেও তেমনি।
আমি পাপ পুন্যের
একই দেহে করছি আরাধনা।।
 
আমি সত্যি এবং স্বপ্ন দুটোই
এই চোখেতেই দেখি।
আমি যেই কলমে কাঁটি, আবার
সেই কলমেই লেখি।.
আমি সুখের তরে কাছে টানি
হতাশা যন্ত্রনা।।

No comments:

Post a Comment