সত্য কথা
শোনেন,
আমি
আগের
মত
ইদানিং
আর
সত্য কথা কই না।
কওয়ার
আগে,
অনেক
ভাবি;
ফাও
রিস্ক
আর
লই
না।
এই
যে
ধরেন
কেউ
জিগাইলো
”কেমন
আছেন
ভাই”?
আমি
অনেক
কিছু
ভাবি;
কি
বলিলে
ভালো
হয়
আর
কোনটাতে
রিস্ক
নাই?
ভালো
কিংবা
খারাপ
আছি,
আনন্দে
বা
দুঃখে
আছি,
কি
বললে
সে
খুশি?
সে
যেটা
চায়,
সেটাই
বলি,
সত্যি,
মনে
পুশি।
এমনি
করেই
সত্যিটাও
মরে
মনের
মাঝে
।
রোবট
হয়ে
বেড়াই
ঘুরে
সকাল
সন্ধ্য
সাঁঝে।
No comments:
Post a Comment