Monday, January 6, 2020

মাননীয়

এক আছিল কনষ্টেবল
তার বহু নাম ডাক!
হাত পাতে সে সকল সময় 
পাইলে চিপা, ফাঁক।
হাত পাতে সে রাস্তা, বাজার, 
ফুটপাতে, দোকানে
হোক ভিখারী, রিক্সাচালক, 
সব ধরা এইখানে।
ছিচকে স্বভাব? হোক, তাতে কি? 
খুব উচু নাক তার।
মাইন্ড করে খুব, কেউ যদি না 
ডাকে তারে স্যার!

No comments:

Post a Comment