কোন শালা কয় দুর্নীতিবাজ
খাইকি আমি কারো?
আমি বহুত পড়াশুনা
করে,
চাকরী দাতার পকেট
ভরে,
অনেক এদিক সেদিক করে,
বাবার জমি মায়ের গয়না
সেসব বেঁচে নিয়ে বায়না
খুঁজে পেতে দালাল
ধরে
হাম্বল রিক্যোয়েষ্ট
করে
সাহস করে টাকা দিয়ে
কোন জামানত না নিয়ে
নিশ্চয়তার ধার না
ধেরে
মেন্টাল প্রেশার মাথায়
করে
অবশেষে পেলাম চাকরি।
তারো!
কৈফিয়তটা কাকে দেবো?
আমি ধারধারিকি কারো?
তৃতীয় শ্রেনীর চাকরী
করে
বাবা বছর বছর ধরে
বাঁচিয়ে একটু একটু করে
জমি কাঠা দুই।
কিস্তিতে তাও যুগতো
হবে
মুল্য চুকান সগৌরবে
সৎ টাকাতে, চুকিয়ে
দেনা
দলিল করে হয় যে কেনা
সেই জমিটা রইলো প’ড়ে
বাড়ির টাকা কই?
বিয়ের সময় ছ-সাত ভরি
স্বর্ন যেটুক পেলেন
মা
খাঁদ টুকু বাদ পড়লে
তাতে
থাকবে কি আর বাকী
তা?
তারপরেও;
অসুখ বিসুখ যদি আসে
জমি কি আর থাকবে পাশে
নগদ টাকার প্রয়োজনে
এটুকুই থাক গোপনে।
তাছাড়াও;
একটি মেয়ে; বড় হলে
বিয়ে-থা এর সময় এলে
লাগবে অনেক নগদ কড়ি
গয়নাও তো কয়েক ভড়ি
বিয়ের সময় লাগতে পারে
তাছাড়াও অন্য কিছু
বরের ডিমান্ড থাকতে
পারে।
এসব ভেবে চিন্তে মনে
বাপ মা মিলে সঙ্গোপনে
যক্ষের ধন আগলে ছিলেন
জান গেলেও এধন যেন
নষ্ট না হয় স্বপথ
নিলেন।
টুকটাক যা অসুখ বিসুখ
যেমন প্রেশার, হার্টের
পেইন
কিংবা ডায়াবিটিস এবং
একটু সেকটু মাইগ্রেইন
এমনিতেই যাবে সেরে।
নাহলে ওই ডাক্তার
ব্যাটা
এ টেস্ট সে টেস্ট
করিয়ে ল্যাঠা
সব টাকাটাই দেবে মেরে।।
এমনি নানান যুক্তি
দিয়ে
রোগটা পুশে কষ্ট পেয়ে
হাসিমুখে কাটান দিন।
সেই গয়না-জমি বেঁচে
দিয়ে
চোখ টা মুছে হাসি
দিয়ে
চোকান পিতা মাতার
ঋন।
হয়নি তাতেও,
গ্রামের বাড়ির দাদুর
জমি
আদতে নয় বেশী দামী
বাবা ভাগে যেটুক পড়ে
সাহা বাবু হিসেব করে
পিকদানিদে পিকটা ফেলে
বোঝান। তুমি গ্রামের
ছেলে
বোঝ সবই। এসব জমির
দাম কি মেলে
শতকরা বিশ টাকা পেলে
না না বছরে নয় মাসে;
যদি কিছু টাকা আসে
তবে আমি দেব।
না না এমনি তে নয়
ও ই জমিটাও বন্ধক আমি
নেব।
সব বেচেছি এখন আমার
সব কিছুই ফেরত চাই
বোনের বিয়ে, চিকিৎসা
গাড়িবাড়ি ভাবুন যাই!
সুদ আসলটা হিসেব করে
সব কিছুই ফেরত নেব
নিতে নিতে আদত যদি
না হয়
তখন ছেড়ে দেব।
দেশপ্রেম আর কর্তব্য
সবই আমার মুখে আছে।
চোখ বুজলে যেসব দেখি
সে কষ্টও বেুকে আছে।
তাই!
আমার আগে আমার দেয়া
টাকার হিসেব চাই।
কারখানা না ধ্বংস করে
শুধু এক এক জনকে ধরে
কত তুমি লোক দেখাবে?
নও তো তুমি আলাদা জন
হয়তো তুমিও আমার মতন
তুমি নতুন কি শেখাবে?
যে আমাকে চোর করছে
তার কাছে কৈফিয়ত চাও
তার কাছে নাও হিসেব
নিকেশ
না হয় বসে মুড়ি খাও।
No comments:
Post a Comment