Sunday, January 13, 2019

অস্ত্রধারী সাবধান

ওগো অস্ত্রধারী তোমাদের আজ একটা কথা কই
মোরা দেশের জনগন কখোনো তোমার অধীন নই।
তুমি মোদের টাকায় বেতন নিয়েও বাড়াও উপরি ধন
তাইতো তোমার আজকে এ সুরক্ষিত জীবন
আজ তোমাদের অত্যাচারে অতীষ্ট সব মোরা
দুর্নীতির আর ঘুষ উৎসবের প্রধান কীট যে তোরা
যে মাটিতে দাড়িয়ে আছিস তাকেই করিস ফুটো
লাগাম ধররে নয়তো পুড়বি যেমন পোড়ে কুটো।।

No comments:

Post a Comment