Sunday, February 24, 2019

চোর পুলিশ

মফিজ মিয়া মুরগী পোষেন অনেক মুরগী তার
বাড়ির আশে পাশেই ঘুরে খায় তারা খাবার।
হঠাৎ অনেক মুরগী দেখে পাড়ার শিয়াল গুলো
মুরগী খাওয়ার লক্ষ্যে আশে পাশে জড় হল।
মফিজ দেখেন শিয়াল সদাই করছে মুরগী তাড়া
অগ্যত্যা সে তাগড়া দেখে কুকুর করলো ভাড়া
সময়মত খাওয়া দাওয়া থাকার বাড়িও ভালো
কদিন কুকুর মহানন্দে শিয়ালদের তাড়ালো।
কদিন বাদে কুকুর ব্যাটার মনে হয়ে এমন
কতদিন আর লাগে ভালো  একঘেয়ে জীবন
একই রুটিন একই খাবার ডেইলি একই কাজ
ঘরে বাইরে প্রতিদিনই একই রকম সাজ।

ওদিক বসে শিয়ালরা সব জোট বেধে এক হয়ে
  খাবার রাধে চুড়ি করা তাজা মুরগী দিয়ে।
 দালাল দিয়ে পাঠায় তারা কুকুর ব্যাটার কাছে
টেষ্টপেয়ে তার কুকুর ব্যাটার মন আনচান, পাছে
বন্ধ না হয় এ আমদানি, দেয় শুধু হাঁকডাক
শেয়ালরা সব যে যার মত করছে চিচিংফাঁক

মালিক এলেই ডাকাডাকি, না এলেচুপচাপ
সেই থেকেই চোর পুলিশের হয়েছে সদ্ভাব।

No comments:

Post a Comment