Saturday, February 23, 2019

আলু-মানব



আলু এমন তরকারি ভাই নানান তাহার গুন
সবখানেই তারে লাগে; যেমন লাগে নুন।
অবাধ যাতায়াত যে তাহার আমিষ নিরামিষে
ষ্টার্টার কিংবা ডেজার্টেতেও যায় আপসে মিশে
রাস্তা হোটেল, ঘরবাড়ি আর অফিস কিংবা মেসে
এই আলু নেই? মানবো না তা; আলুই সারা দেশে।

আলুই হল প্রেরনা আজ আলুর জয়গান
কিছু মানুষ এই আলুতেই খুব প্রেরনা পান।
তারা আছেন সবখানেই, যা থাক অভিজ্ঞতা
শিক্ষা যাহোক; যাই সে করুন; নেই কো অলসতা
শিক্ষায় আছেন, সংস্কৃতিতে, আছেন সকল সভায়
একই মানুষ আছেন পক্ষে আবার বিরোধিতায়।
প্রেসে আছেন, বারে আছেন, আছেন রাজনীতিতে,
হোক যাকিছুই আছেন তারা সকল কমিটিতে
সরকারী বা বেসরকারী কিংবা ব্যবসায়
মিটিং হলে সবখানেই তাদের দেখা যায়
একটু আধটু ইতিহাসকে ডুবোতেলে ভেজে
পরিস্থিতি যেমন, তাকে তেমনি ঘসেমেজে
শুদ্ধস্বরে উদরাতে পঞ্চমে স্বর নিয়ে  
একই ঢঙে সকলখানে বক্তৃতা যান দিয়ে
সৃষ্টিশীল বা উদ্ভাবনী নেইতো কিছুই তার
সকল কথায় মিলান শুধু জি স্যার জি স্যার।
হাসুক পিছে যতই লোকে যায়না কিছু এসে
এসব কথা এড়ান তারা, দেন উড়িয়ে হেসে।

খুব নিরীহ মানুষ তারা ভাবলে হবে ভুল
অবস্থানের প্রশ্নে হিসেব করেন চিরে চুল।
জোট বেঁধে একসাথে চলেন, বসেন গভীর রাতে
ধরেন যারে টের পাবে সে পরের দিনের প্রাতে।

কি আর করা দুরেই থাকি এড়িয়ে তাদের চলি 
আড়ালে আবডালে তাদের আলু-মানব বলি।

No comments:

Post a Comment