Monday, May 12, 2025

আসল বাটপার

 
উৎপাদন আর পরিশ্রমে আমরা কামাই করি-
খাই বা নাখাই কোষাগারে রোজই Money ভরি।
আমরা হলাম আম-জনতা, দেশের নাকি মালিক!
ময়না-টিয়া বরাদ্দ হয়, হাতে মেলে শালিক।
নিজ ঘরেই ভাড়া গুনি, শিক্ষা দিগুন দামে
টাকা দিয়া হয়রানি পাই সু-চিকিৎসা নামে!
যেইখানে যাই, যেই অফিসেই সব অচেনা লাগে,
যেন কোন সুপার মলে ব‍্যবসা চলে ভাগে।
বাড়ছে Daily দাম, এদিকে কমছে সেবার মান
বাড়তি টাকার পরিশ্রমে ওষ্ঠাগত প্রান।
সকল টাকার ভাগা নাকি উপর দিকে ওঠে-
ওপর তলার এক ধরণের প্রানী, সেসব লোটে।
তারা সবাই মাননীয়, শিক্ষা, জ্ঞানে সেরা-
তাদের ১ এর তরে মোরা লাখের বেশি ভেরা।
তাদের Savings, luxary আর তাদের ভবিষ্যৎ-
গডতে হবে মোদের, সেটাই একমাত্র পথ-
লিখবে যত কানুন, বিধি, Guideline আর Rule
সবখানেই তাদের লাভের চিন্তাটাই মুল।
মোদের রক্ত, মাংস, হাড্ডি কিছুই মোদের নয়,
তাঁদের মলে এইগুলিও টাকার বিক্রি হয়।
সকল টাকাই ঘুরেফিরে তাঁর পকেটে ঢোকে-
আমরা বৃথাই কেঁদে মরি, পরের টাকার শোকে।

তাইতো তোমার আমার পকেট একই রকম ফাঁকা
মোদের টাকায় ভাগা বসায় কিছু সচিব কাকা।।
এই কাকারা সচিবালয় নামের ক্লাবে বসে-
দেশে কামায় বিদেশ জমায়, জীবন কাটায় রসে। 

No comments:

Post a Comment