প্রতি বছর পহেলা মে একবার আসে যায়;
এক বছরে সকল শ্রমিক ওই একটা দিন পায়
বছর প্রতি একটা দিবস; নয়তো সে কম পাওয়া!
আনন্দে সব গদ - গদ আর কি আছে চাওয়া?
আজকে সারা দিনের ছুটি নেইতো কোন কাজ
কাজ মজুরি বন্ধ সবই, নেই কাজ, খই ভাজ।
সকাল বেলায় হবে মিছিল, জনসভা রাতে,
শ্রমিক অধিকারের তরে হাত মেলাবে হাতে।
সেই মিছিলের সামনে শুধু বুদ্ধি শ্রমিক রবে
ঘামে ভেজা কালো শরীর মান পেয়েছ কবে?
আলোচনা চাপাবাজি নেতার আনাগোনা
মে দিবসে ছেলে মেয়ে করবে নাচা গানা।
খানা-পিনা সবশেষে আজ খাবে সবাই মিলে
হরেক রকম আশারবানী ঢেউ ওঠাবে দিলে।
সকল
শ্রমিক? ঠিক সব না; রুলিং পার্টির যারা-
আর শহরে থাকে; কেবল দাওয়াত পাবে তারা।
তাদের কিছু নেইতো বলার, ভীড় বাড়ানোই কাজ
নেতার কথায় তাল মেলানো,
প্রতি বছর পহেলা মে একবার আসে যায়;
এক বছরে সকল শ্রমিক ওই একটা দিন পায়
বছর প্রতি একটা দিবস; নয়তো সে কম পাওয়া!
আনন্দে সব গদ - গদ আর কি আছে চাওয়া?
আজকে সারা দিনের ছুটি নেইতো কোন কাজ
কাজ মজুরি বন্ধ সবই, নেই কাজ, খই ভাজ।
সকাল বেলায় হবে মিছিল, জনসভা রাতে,
শ্রমিক অধিকারের তরে হাত মেলাবে হাতে।
সেই মিছিলের সামনে শুধু বুদ্ধি শ্রমিক রবে
ঘামে ভেজা কালো শরীর মান পেয়েছ কবে?
আলোচনা চাপাবাজি নেতার আনাগোনা
মে দিবসে ছেলে মেয়ে করবে নাচা গানা।
খানা-পিনা সবশেষে আজ খাবে সবাই মিলে
হরেক রকম আশারবানী ঢেউ ওঠাবে দিলে।
সকল
শ্রমিক? ঠিক সব না; রুলিং পার্টির যারা-
আর শহরে থাকে; কেবল দাওয়াত পাবে তারা।
তাদের কিছু নেইতো বলার, ভীড় বাড়ানোই কাজ
নেতার কথায় তাল মেলানো,
No comments:
Post a Comment