কবিরাজ সে নয়তো কবি
বানান ওষুধ, পথ্য;
রোগ ও রোগের ওষুধ নিয়ে
জোগাড় করেন তথ্য।
হঠাৎ
করে উদয় হলেন
অচিন কবিরাজ–
নিখুঁত বেশে, নিখুঁত চোপা
নিখুঁত তাহার সাজ।
চাপাবাজি শুনে মানুষ
নানা রোগের তরে–
ওষুধ পাওয়ার আকাঙ্ক্ষাতে
চার পাশেতে ঘোরে।
বায়না দিয়েও পায় না ওষুধ
দেন না কোনো বড়ি;
ঘোরান শুধু টাকা নিয়ে
দেখেন শুধু ঘড়ি!
ধৈর্য ভেঙে মানুষ যখন
ছিড়লো তাহার ঝোলা–
চিরকুট এক মিললো সেথায়
আট লাইনেই বলা–
বোকার দেশে, যে
যতটা মিথ্যা কথা বলে
যাচাই ছাড়াই সব বোকারা
তার কথাতেই চলে।
সেথায় যদি সত্যি কিংবা
যুক্তি দেখাও তবে;
ভাগ্যে জুটবে অপমান
আর পকেট ফাঁকা রবে–

No comments:
Post a Comment