ধর্ম কি আর মর্মে আছে? ধর্ম দাড়ি-টুপিতে-
ধর্ম এখন লোক দেখানো, আলো বিহীন কুপিতে।
ধর্মের আলো ফিকে এখন, ধর্মালয়ের বাড়ছে শান;
হাজার রকম ধর্ম দেখে, সৃষ্টিকর্তা পেরেশান।
নানান ঢঙে, নানান সাজে, ডাকছে মানুষ তারে
তবু কেন এই দুনিয়া ডুবছে পাপের ভারে?
শেষে দেখেন, ধর্ম এখন, কলিকালের পন্য
ধর্ম বেচেন ধর্মগুরু, নিজ স্বার্থের জন্য।

No comments:
Post a Comment