Monday, May 26, 2025

ধর্ম অধর্ম

 


ধর্ম কি আর মর্মে আছে? ধর্ম দাড়ি-টুপিতে-

ধর্ম এখন লোক দেখানো, আলো বিহীন কুপিতে।

ধর্মের আলো ফিকে এখন, ধর্মালয়ের বাড়ছে শান;

হাজার রকম ধর্ম দেখে, সৃষ্টিকর্তা পেরেশান।


নানান ঢঙে, নানান সাজে, ডাকছে মানুষ তারে

তবু কেন এই দুনিয়া ডুবছে পাপের ভারে?

শেষে দেখেন, ধর্ম এখন, কলিকালের পন‍্য

ধর্ম বেচেন ধর্মগুরু, নিজ স্বার্থের জন‍্য।

Monday, May 12, 2025

আসল বাটপার

 
উৎপাদন আর পরিশ্রমে আমরা কামাই করি-
খাই বা নাখাই কোষাগারে রোজই Money ভরি।
আমরা হলাম আম-জনতা, দেশের নাকি মালিক!
ময়না-টিয়া বরাদ্দ হয়, হাতে মেলে শালিক।
নিজ ঘরেই ভাড়া গুনি, শিক্ষা দিগুন দামে
টাকা দিয়া হয়রানি পাই সু-চিকিৎসা নামে!
যেইখানে যাই, যেই অফিসেই সব অচেনা লাগে,
যেন কোন সুপার মলে ব‍্যবসা চলে ভাগে।
বাড়ছে Daily দাম, এদিকে কমছে সেবার মান
বাড়তি টাকার পরিশ্রমে ওষ্ঠাগত প্রান।
সকল টাকার ভাগা নাকি উপর দিকে ওঠে-
ওপর তলার এক ধরণের প্রানী, সেসব লোটে।
তারা সবাই মাননীয়, শিক্ষা, জ্ঞানে সেরা-
তাদের ১ এর তরে মোরা লাখের বেশি ভেরা।
তাদের Savings, luxary আর তাদের ভবিষ্যৎ-
গডতে হবে মোদের, সেটাই একমাত্র পথ-
লিখবে যত কানুন, বিধি, Guideline আর Rule
সবখানেই তাদের লাভের চিন্তাটাই মুল।
মোদের রক্ত, মাংস, হাড্ডি কিছুই মোদের নয়,
তাঁদের মলে এইগুলিও টাকার বিক্রি হয়।
সকল টাকাই ঘুরেফিরে তাঁর পকেটে ঢোকে-
আমরা বৃথাই কেঁদে মরি, পরের টাকার শোকে।

তাইতো তোমার আমার পকেট একই রকম ফাঁকা
মোদের টাকায় ভাগা বসায় কিছু সচিব কাকা।।
এই কাকারা সচিবালয় নামের ক্লাবে বসে-
দেশে কামায় বিদেশ জমায়, জীবন কাটায় রসে। 

বোকার দেশের কবিরাজ-



কবিরাজ সে নয়তো কবি
বানান ওষুধ, পথ্য;
রোগ ও রোগের ওষুধ নিয়ে
জোগাড় করেন তথ্য।

হঠাৎ করে উদয় হলেন
অচিন কবিরাজ

নিখুঁত বেশে, নিখুঁত চোপা
নিখুঁত তাহার সাজ।

চাপাবাজি শুনে মানুষ
নানা রোগের তরে

ওষুধ পাওয়ার আকাঙ্ক্ষাতে
চার পাশেতে ঘোরে।

বায়না দিয়েও পায় না ওষুধ
দেন না কোনো বড়ি;
ঘোরান শুধু টাকা নিয়ে
দেখেন শুধু ঘড়ি!

ধৈর্য ভেঙে মানুষ যখন
ছিড়লো তাহার ঝোলা

চিরকুট এক মিললো সেথায়
আট লাইনেই বলা

বোকার দেশে, যে
যতটা মিথ্যা কথা বলে
যাচাই ছাড়াই সব বোকারা
তার কথাতেই চলে।

সেথায় যদি সত্যি কিংবা
যুক্তি দেখাও তবে;
ভাগ্যে জুটবে অপমান
আর পকেট ফাঁকা রবে

Monday, May 5, 2025

সরকারী ভুল আর জনতার মাসুল


ভুল করে জয়নাল 

ভুলে ভুলে পয়মাল 

সরকারী চাকুরীটা করে সে-

ধরে ধরে সেই ভুল

জনতা গনে মাশুল

আয়নাল পকেটটা ভরে যে!




Thursday, May 1, 2025

১ মে, মে দিবস

প্রতি বছর  পহেলা মে একবার আসে যায়; 
এক বছরে সকল শ্রমিক ওই একটা দিন পায়
বছর প্রতি একটা দিবস; নয়তো সে কম পাওয়া!
আনন্দে সব গদ - গদ আর কি আছে চাওয়া?
আজকে সারা দিনের ছুটি নেইতো কোন কাজ
কাজ মজুরি বন্ধ সবই, নেই কাজ, খই ভাজ।
সকাল বেলায় হবে মিছিল, জনসভা রাতে,
শ্রমিক অধিকারের তরে হাত মেলাবে হাতে।
 
সেই মিছিলের সামনে শুধু বুদ্ধি শ্রমিক রবে
ঘামে ভেজা কালো শরীর মান পেয়েছ  কবে?
আলোচনা চাপাবাজি নেতার আনাগোনা
মে দিবসে ছেলে মেয়ে করবে নাচা গানা।
খানা-পিনা সবশেষে আজ খাবে সবাই মিলে
হরেক রকম আশারবানী ঢেউ ওঠাবে দিলে।
সকল শ্রমিক? ঠিক সব না; রুলিং পার্টির যারা-
আর শহরে থাকে; কেবল দাওয়াত পাবে তারা।
 
তাদের কিছু নেইতো বলার, ভীড় বাড়ানোই কাজ
নেতার কথায় তাল মেলানো,