Monday, March 10, 2025

হালাল হারাম



গান জানিনা? বলিস কিরে! 
বাথরুমে তো রোজই গাই-
টাইমলাইন তো ঘুরে এলি;
দেখিসনা! লাইক কত পাই?

ফালতু রেয়াজ করলি বহুত
কি দাম আছে এই দেশে?
অর্থও নাই, সম্মানও নাই 
মারা খাবি সব শেষে।

হারাম জিনিষ; করলেই পাপ;
তারচে ভালো চেঁপে যা!
এই হারামির আতুর ঘরে-
হালাল-হারাম মেপে যা!


No comments:

Post a Comment