Monday, March 3, 2025

খাই খাই চাই চাই


 

খাই খাই চাই চাই
বহু দিন খাই নাই।
খেতে গিয়ে মরে যাই,
তবু আরো খেতে চাই।

তুই ভাই দুরে থাক
আরো খাবো, হাঁক-ডাক
দেখে হই নির্বাক!
চলছে তো চলছেই

তাকাওনা যেদিকেই,
সবকিছু গিলছেই।
পেট ভরে ফেটে যাক
খাওয়ার শেষ নেই

চেয়ে চিন্তে খাই-
মুখ থেকে কেড়ে খাই
পচা-ধচা সব খাই
পেটে বড় ভুক ভাই। 



No comments:

Post a Comment