Monday, March 3, 2025

এক মহান নেতা


আমি হলাম এক মহান নেতা
দেশ ও জাতির কান্ডারী;
জনগন দিন-রাত কাজ করে সব
আমি সেথা হই ভান্ডারী।
 
পরিবার সব মোর ভিন দেশে রয়
সেথা আছে মোর গাড়ি বাড়ি।
পড়াশুনা ট্রিটমেন্ট রাজার হালে;
ঘরে চলে রাজকীয় হাড়ি।
 
নিজ দেশে কাজ মোর শুধু একটাই
জনগন রাখা টেনশনে!
ধর্য্য ধরিয়া তারা  মুখ বুজে যেন,
সুদিন আসার দিন গোনে।

আমার দেশের এই আবেগী জনতা!
চোরের দুঃখে যারা কাঁদে;
চোরযদি জেলে থাকে; কিংবা বিদেশে;  
তবে তারা ভোগে অবসাদে।

প্রাণ করে আনচান’ এই মোর পিছুটান
 তাইতো এ দেশ ভালোবাসি।
সবার মাথার পরে ভাঙ্গিয়া কাঠাল,
পরিবার নিয়ে আমি হাসি। 

No comments:

Post a Comment