Monday, April 7, 2025

শান্তিতে আছি ভাই-



শান্তিতে আছি ভাই
খুন গুম রেপ নাই;
রাহাজানি ছিনতাই
চোর ছ্যাচ্চর নাই।
 
রাজনীতি-সন্ত্রাস,
এর গাড়ে ওর বাঁশ,
দল মানে সব পাশ,
রিরোধীরা বদমাশ,
শোষনের নাগপাশ-
এসবের কিছু নাই।
 
পাবলিক অফিসেতে
হয়রানি ঘুষ নাই
সিষ্টেমে খুত নাই;
বকশিশ নিয়ে নিয়ে
খুশী হওয়া ভূত নাই।
জনতার চাকরেরা 
জনবান্ধব তাই;
শিক্ষা, চিকিৎসায়
অখুশীর লেশ নাই ।
 
প্রশাসনে বাঘ নাই
সিংহের ডাক নাই-
কথা আর কর্মেতে
বিস্তর  ফাঁক নাই!
যোগ্যরা বঞ্চিত?
ওসবের লেশ নাই।
রেফারেন্স, তদবীর,
দখলবাজির ভীড়-
হুড়োহুড়ি পাড়াপাড়ি
সব কিছু শেষ ভাই;
দল-বেধে মাঠে-ঘাটে
অফিসেতে লুট নাই।
আইনের ফাঁক নাই
দরদাম হাক নাই।
দালাল বা চামচার
খাই খাই আর নাই;
 
সরকারী সেবা সব;
চাইলেই হাতে পাই
দলাদলি, ফালাফালি,
বিভেদের লেশ নাই।
বৈষম্য হটিয়ে;
মোরা সব ভাই ভাই।
 
টুটি চেপে ধরা নাই
মোটা নাই, সরু নাই ;
বাসী-তাজা যাই হোক
খাদ্যে ভেজাল নাই।
চোর নাই, লুট নাই
বিপরীত মতবাদ;
দেখলোই শুট নাই।
সাম্যের সুবাতাসে
নির্ঘুম রাত নাই।
 
সমস্যা একটাই
এসব করার তরে;
ম্যান্ডেট দেয় যেটা-
দেশ সেই ভোট নাই।
x

No comments:

Post a Comment