Saturday, December 7, 2019

রোগ

কেউবা ভালো বাংলা বলেন কেউ বা ভালো হিন্দি
আমি কথা বললে সবাই বলেন আমি পিন দি।
আলু-মানব, হবুরাজা, আমলা, চেয়ার কবি
এসব  নয় তো ছড়া মোটেই; গীবত নাকি সবই!
মাথা আমার গ্যাছে পুরাই নাইতো ম্যানারস মোটে
ভালো রেখে ফালতু কথা আমার মাথায় জোটে।
কল্পনা সব; নয় তেমনি,  যেমন আমি বলি।
সোজা পথটি রেখে আমি উল্টো পথে চলি
সব ঠিক-ঠাক নো প্রোবলেম, সবই যখন দেখে;
আমার জানি কেমন কেমন অন্যরকম ঠেকে।
বেশ ক’বছর থেকেই এ রোগ ভর করেছে মোরে
ঠিক করেছি নো ফেইজবুক আর্লি উঠবো ভোরে।

No comments:

Post a Comment