কালোর মাঝে নেই কোন রং, কালো শুধুই
অন্ধকার।
সাদার মাঝে সব রং আছে, আছে ভালো
মন্দ তার।
কলজে সবার কালো করে, সাদা মনের হন
মানুষ
নষ্ট চেতনা জীবিরা, তার টাকাতেই হন
বেহুশ।
সাংস্কৃতিতে অর্থ বিলান, খুশী করেন
প্রশাসন;
সমাজ-টমাজ বশ করে সব, দুহাত দিয়ে
কামান ধন।
ব্যবসায়ী সে, দু-দশ টাকা করেন যদি বিনিয়োগ;
লাভ তা থেকে হতেই হবে, যে ভাবে, যে
করেই হোক।
এই কথাটি সবাই জানে, টাকার ঘ্রানে
যায় ভুলে;
হাতটি পাতেন সংস্কৃতজন বিবেকটা শিকেয়
তুলে।
বেশী খেলেই পেট বড় হয়, এমন কথাই
লোকে কয়;
সাদা মনের তার বেলায়ও, এই কথাটি
মিথ্যে নয়।
সংস্কৃতি আর বাজার, সমাজ, সব পেটে
তার খুশ মনে
একুশ বুঝি তার পেটে যায়, এই কথা কয়
দুর্জনে।
প্রভাত ফেরীর গানে গানে যেই চেতনা
রক্তে বয়
সুরশ্রষ্টা সে গানখানির, তার
স্মৃতিটাও কমতো নয়!
আমার ভাইয়ে রক্তে রেঙে যেমন একুশ
অমর আজ।
আলতাফ মাহমুদের স্মৃতি রক্ষা করা
মোদের কাজ।
ইতিহাস, ঐতিহ্য ছাড়া কোন জাতি ঋদ্ধ
নয়
বুদ্ধিজীবি দিবসে সবার শুভবুদ্ধির
হোক উদয়।
No comments:
Post a Comment