Monday, December 16, 2019

বৈপরীত্য


চোর আর পুলিশের সদ্ভাব?
নয় এটা এদেশেতে মিথ্যে।
খাদ্য ও বিষ এক সাথে পাই,
সদ্ভাবও সে বৈপরীত্যে।
ধর্ম ও শয়তান কাঁধে কাঁধ?
এই দেশে এইটাই রীতি।
দুই নাওয়ে পাও দেয়া কর্ম?
সে তো অংকের পরিমিতি।
খোঁজ তুমি চেতনার শরবত
পাবে জেন রাজাকার ফোটা দুই।
নতুন শারাব এলো বাজারেতে
মিশে আছে বাঙ্গালীর রক্তই।

No comments:

Post a Comment