Monday, March 10, 2025

হালাল হারাম



গান জানিনা? বলিস কিরে! 
বাথরুমে তো রোজই গাই-
টাইমলাইন তো ঘুরে এলি;
দেখিসনা! লাইক কত পাই?

ফালতু রেয়াজ করলি বহুত
কি দাম আছে এই দেশে?
অর্থও নাই, সম্মানও নাই 
মারা খাবি সব শেষে।

হারাম জিনিষ; করলেই পাপ;
তারচে ভালো চেঁপে যা!
এই হারামির আতুর ঘরে-
হালাল-হারাম মেপে যা!


Monday, March 3, 2025

খাই খাই চাই চাই


 

খাই খাই চাই চাই
বহু দিন খাই নাই।
খেতে গিয়ে মরে যাই,
তবু আরো খেতে চাই।

তুই ভাই দুরে থাক
আরো খাবো, হাঁক-ডাক
দেখে হই নির্বাক!
চলছে তো চলছেই

তাকাওনা যেদিকেই,
সবকিছু গিলছেই।
পেট ভরে ফেটে যাক
খাওয়ার শেষ নেই

চেয়ে চিন্তে খাই-
মুখ থেকে কেড়ে খাই
পচা-ধচা সব খাই
পেটে বড় ভুক ভাই। 



এক মহান নেতা


আমি হলাম এক মহান নেতা
দেশ ও জাতির কান্ডারী;
জনগন দিন-রাত কাজ করে সব
আমি সেথা হই ভান্ডারী।
 
পরিবার সব মোর ভিন দেশে রয়
সেথা আছে মোর গাড়ি বাড়ি।
পড়াশুনা ট্রিটমেন্ট রাজার হালে;
ঘরে চলে রাজকীয় হাড়ি।
 
নিজ দেশে কাজ মোর শুধু একটাই
জনগন রাখা টেনশনে!
ধর্য্য ধরিয়া তারা  মুখ বুজে যেন,
সুদিন আসার দিন গোনে।

আমার দেশের এই আবেগী জনতা!
চোরের দুঃখে যারা কাঁদে;
চোরযদি জেলে থাকে; কিংবা বিদেশে;  
তবে তারা ভোগে অবসাদে।

প্রাণ করে আনচান’ এই মোর পিছুটান
 তাইতো এ দেশ ভালোবাসি।
সবার মাথার পরে ভাঙ্গিয়া কাঠাল,
পরিবার নিয়ে আমি হাসি।