Wednesday, August 23, 2023

দেশ



একটা পুকুর টইটুম্বুর নানান মাছে ভরা
অগনিত মাছ অসহায়, যায়না নড়া-চড়া
অল্প কিছু রাঘব বোয়াল পুকুর বেড়ায় চষে
যারে ইচ্ছে তারে ধরে, দোষে বা নির্দোষে।
রাঘব-বোয়াল চরিত্রহীন নেইকো নীতি-জ্ঞান।
ছোট-ছোট মাছেরাই তাদের আবার ফ্যান।
ফ্যান ঠিক নয়, প্রানের ভয়ে শোষন মেনে চলে
প্রানের ভয়েই প্রান দিয়ে যায় প্রতি পলে পলে।
ছোট্ট এ প্রান ছোট্ট জীবন তবু কতই আশা।
নরক ভয়ে নরকেই গড়ছে আশার বাসা।

No comments:

Post a Comment