খাবার দাবার সার্বজনীন সবসময়ে হয় না
সকল খাবার সকল পেটে সমানভাবে সয়না।
পেট কি বলি; দৃষ্টি ভঙ্গি! একের খাবার দেখে;
অন্যজনের বমি আসে দেখলে তারে চেখে।
ধর্ম-বর্ণ-দেশ ভেদেও নানান রকম রূচি
একজনে যা খায় সাদরে অপরের অশুচি।
তারপরেও মহা খাবার আছে বঙ্গদেশে
এই খাবারের রূচি আছে সকল নির্বিশেষে।
ধর্ম-বর্ণ, চাকরীর গ্রেড প্রথম কিংবা চার
হোক অফিসের প্রধান কিংবা হোক না সে ড্রাইভার।
এই খাবারে রূচি বিরোধ নেই মোটে একচুল
হোক না তাহার নাম অভিজিৎ, হোক না নেফাউল।
No comments:
Post a Comment