Saturday, February 5, 2022

আত্মসম্মান


 তুমি মানুষ রেখে পদ-পদবীর গাও গুনগান যত
 তুমি মানবতা মাড়িয়ে যতই ছোট অবিরত।
তুমি এই মানুষের রক্ত দিয়েই রাঙ্গাও তোমার পথ;
তুমি একাই কেবল সম্মানিত, এই তো তোমার মত?
 
তাদের মাঝেও এমন মানুষ আছেন, তা নাও জেনে।
যারা; খালি পেট আর পকেট বেচেই; উচু মাথা কেনে।

No comments:

Post a Comment