Saturday, February 5, 2022

চুরির শুরু-



 ছোট্ট শিশু; কি করেছে? পরের গাছে ঢিল মেরেছে।
পাকলে বড়ই সবাই অমন মারেই।
হাস মুরগীর খোপখানা, কাল রাতের বেলা হল চুরি
কৈশোরে তাও একটু আধটু ঝাড়েই।
 
 চুরি শুরু এখান থেকেই, কচু গাছটি কেটে কেটেই
ডাকাত হয়ে উঠবে সে একদিন।
নষ্ট নীতির শিক্ষা থেকে, দুর্নীতিবাজ উঠবে পেকে,
সোনার দেশে আনবে সে দুর্দিন।

No comments:

Post a Comment