Sunday, October 25, 2020
Thursday, October 8, 2020
দ্বৈত সত্ত্বা
আমার চিন্তা
আমার সাথে করছে প্রবঞ্চনা
আমি বিভক্ত
আজ
নিজেই নিজকে
করছি প্রতারনা।।
আমি যাই ভাবি
তাও সত্যি যেমন,
উল্টোটাও যেমনি;
যে পথ শেষে
লক্ষ্য আমার,
উল্টো পথেও
তেমনি।
আমি পাপ পুন্যের
একই দেহে করছি
আরাধনা।।
আমি সত্যি
এবং স্বপ্ন দুটোই
এই চোখেতেই
দেখি।
আমি যেই কলমে
কাঁটি, আবার
সেই কলমেই
লেখি।.
আমি সুখের
তরে কাছে টানি
হতাশা যন্ত্রনা।।
Tuesday, October 6, 2020
আলো
কখোনো কি দেখেছা?
লোহা নিজে
তার গায়ের মরিচা ঝেড়ে ফেলে?
মস্তিস্কে
চোরা কুঠুরিতে অন্ধকার আটকে আছে!
মাথাটা ফাটিয়ে
রোদ্দুরে বিছিয়ে দাও,
আলো প্রবেশ
করুক প্রতিটি অলিতে-গলিতে।
নিওরন উজ্জীবিত
হোক,
শ্যাওলাগুলো
শুকিয়ে ধুলো হয়ে ঝড়ে যাক,
ভেঙ্গে পরুক
মুখোশ।
তখন যদি তুমি
ভালোবাসার কবিতা পড়ো,
হয়তে মনের
গহীণে হাহাকার উঠবে,
হয়তো চোখের
কোনে গড়াবে সত্যিকারের অশ্রু।
Subscribe to:
Comments (Atom)


