Sunday, October 25, 2020

ব্যবসায় ধর্ম




ছড়াতে যে ধর্ম, বোঝ তার মর্ম?
টুপি বেচা, গোশ বেচা,
উৎসবে জামা জুতা,
পৈতা বা ফুল বেঁচা
আরো যত কর্ম-
সবই হল ব্যবসায়।
ব্যবসায় ধর্ম।
 
ধর্মের উৎসব? ভাবো বুঝি তাই?
পকেটেতে টাকা এলে
মনে যেই খুশী মেলে
সে খুশীতে ধর্মের কোন লেশ নাই।
 
মানুষ যখন হন ধর্মীয় কবি,
ধর্মের জয়গান
হর রোজ লিখে যান
ধর্মকে পুজি করে
সেটার ঝান্ডা ধরে
দিনে দিনে বনে যান সুখ্যাতি লোভী।
 
বিশ্বাসে ধর্ম। যেখানে তা নাই..
ধর্মটা যার যার
উৎসবও তার তার,
এই কথাটুকু তুমি জেনে রাখ ভাই।
x
x

Thursday, October 8, 2020

দ্বৈত সত্ত্বা

 


আমার চিন্তা আমার সাথে করছে প্রবঞ্চনা
আমি বিভক্ত আজ
নিজেই নিজকে করছি প্রতারনা।।
 
আমি যাই ভাবি তাও সত্যি যেমন,
উল্টোটাও যেমনি;
যে পথ শেষে লক্ষ্য আমার,
উল্টো পথেও তেমনি।
আমি পাপ পুন্যের
একই দেহে করছি আরাধনা।।
 
আমি সত্যি এবং স্বপ্ন দুটোই
এই চোখেতেই দেখি।
আমি যেই কলমে কাঁটি, আবার
সেই কলমেই লেখি।.
আমি সুখের তরে কাছে টানি
হতাশা যন্ত্রনা।।

Tuesday, October 6, 2020

আলো

 



কখোনো কি দেখেছা?

লোহা নিজে তার গায়ের মরিচা ঝেড়ে ফেলে?

মস্তিস্কে চোরা কুঠুরিতে অন্ধকার আটকে আছে!

মাথাটা ফাটিয়ে রোদ্দুরে বিছিয়ে দাও,

আলো প্রবেশ করুক প্রতিটি অলিতে-গলিতে।

নিওরন উজ্জীবিত হোক,

শ্যাওলাগুলো শুকিয়ে ধুলো হয়ে ঝড়ে যাক,

ভেঙ্গে পরুক মুখোশ।

 

তখন যদি তুমি ভালোবাসার কবিতা পড়ো,

হয়তে মনের গহীণে হাহাকার উঠবে,

হয়তো চোখের কোনে গড়াবে সত্যিকারের অশ্রু।