Tuesday, December 17, 2019

টয়লেট


চনা এসে কয় ওরে কনা ভাই দেখ আমি নিকৃষ্ট  অতি
আসিয়াছি মুত্রের থলি হতে, টয়লেটে হইয়াছে গতি
কনা কয় বুলাইয়া পিঠে হাত, কেন কর মিছে-মিছি দুখ
রহিয়াছি উৎকৃষ্ট এই আমি, আমাতে উজ্জল তব মুখ।
মোর সাথে মিত্রতা, তব মুখ উজ্জল করিবে এ বিশ্বে
আমি গুরু তুমি রবে সাথে মোর, রইবো যুগল গুরু-শিষ্যে
সেই থেকে চনা করে কষ্ট যা, কনা শুধু আনন্দে মেতে রয় 
চনা রাধে, চনা করে সব কাজ, কনা তার ক্রেডিট টা নিজে লয়।
দিনে দিনে দিন মাস বয়ে যায়, বছর ঘুরিয়া যায় যুগ তো
চনা ভাবে তোষামোদী কতো আর? কবে এই দাস হবে মুক্ত?
খাটাইয়া নিজ মাথা বহুদিন চনা বসে বসে ভাবে  এ’মনে?
আসিয়াছি আমি এই টয়লেটে, ওই শালা হেথা এলো কেমনে?
খুলিয়াছে মাথা বহুদিন পরে, আবার না যায় সব গুলিয়ে
কোন চান্স যদি আমি ফেরদেই, ওই শালা দেবে সব ভুলিয়ে।
যেই ভাবা সেই কাজ তুরন্ত, গিয়ে হাক দিয়ে ডাকে কনা ভাই
গেলি কোথা কাছে আয় আমি আজ এই প্রশ্নেরউত্তর চাই।
 সরাসরি প্রশ্নটা কনাকেই, তুই কিসে কনা হলি বলতো
গায়ে তোর গন্ধটা চেনা চেনা! নস তুই হেগে যাওয়া মলতো?
কনা ভাবে গেল সব হায় হায়, আর তো গেলনা বুঝি লুকোনো
অনেক ভাবিয়া কনা বুঝিলো এবার, এভাবে যাবেনা আর ঠকানো।
আজ থাক এভাবেই, অন্যভাবে পরের চিন্তা হবে পরে
ভুলতে কদিন আর লাগবে চনার? তারপর হাতদুটো ধরে,  
শেষে বলে তুমি আমি আমরা, রবো মিলে এক সাথে ভাই ভাই,
সমানে সামান মোরা এখানে মোদের, এই টয়লেট ছাড়া গতি নাই।।

Monday, December 16, 2019

বৈপরীত্য


চোর আর পুলিশের সদ্ভাব?
নয় এটা এদেশেতে মিথ্যে।
খাদ্য ও বিষ এক সাথে পাই,
সদ্ভাবও সে বৈপরীত্যে।
ধর্ম ও শয়তান কাঁধে কাঁধ?
এই দেশে এইটাই রীতি।
দুই নাওয়ে পাও দেয়া কর্ম?
সে তো অংকের পরিমিতি।
খোঁজ তুমি চেতনার শরবত
পাবে জেন রাজাকার ফোটা দুই।
নতুন শারাব এলো বাজারেতে
মিশে আছে বাঙ্গালীর রক্তই।

Saturday, December 14, 2019

সাদা কালো


কালোর মাঝে নেই কোন রং, কালো শুধুই অন্ধকার।
সাদার মাঝে সব রং আছে, আছে ভালো মন্দ তার।  
কলজে সবার কালো করে, সাদা মনের হন মানুষ
নষ্ট চেতনা জীবিরা, তার টাকাতেই হন বেহুশ।
সাংস্কৃতিতে অর্থ বিলান, খুশী করেন প্রশাসন;
সমাজ-টমাজ বশ করে সব, দুহাত দিয়ে কামান ধন।
ব্যবসায়ী সে, দু-দশ টাকা করেন যদি বিনিয়োগ;
লাভ তা থেকে হতেই হবে, যে ভাবে, যে করেই হোক।
এই কথাটি সবাই জানে, টাকার ঘ্রানে যায় ভুলে;
হাতটি পাতেন সংস্কৃতজন বিবেকটা শিকেয় তুলে।
বেশী খেলেই পেট বড় হয়, এমন কথাই লোকে কয়;
সাদা মনের তার বেলায়ও, এই কথাটি মিথ্যে নয়।
সংস্কৃতি আর বাজার, সমাজ, সব পেটে তার খুশ মনে
একুশ বুঝি তার পেটে যায়, এই কথা কয় দুর্জনে।
প্রভাত ফেরীর গানে গানে যেই চেতনা রক্তে বয়
সুরশ্রষ্টা সে গানখানির, তার স্মৃতিটাও কমতো নয়!  
আমার ভাইয়ে রক্তে রেঙে যেমন একুশ অমর আজ।
আলতাফ মাহমুদের স্মৃতি রক্ষা করা মোদের কাজ।
ইতিহাস, ঐতিহ্য ছাড়া কোন জাতি ঋদ্ধ নয়
বুদ্ধিজীবি দিবসে সবার শুভবুদ্ধির হোক উদয়।

Saturday, December 7, 2019

রোগ

কেউবা ভালো বাংলা বলেন কেউ বা ভালো হিন্দি
আমি কথা বললে সবাই বলেন আমি পিন দি।
আলু-মানব, হবুরাজা, আমলা, চেয়ার কবি
এসব  নয় তো ছড়া মোটেই; গীবত নাকি সবই!
মাথা আমার গ্যাছে পুরাই নাইতো ম্যানারস মোটে
ভালো রেখে ফালতু কথা আমার মাথায় জোটে।
কল্পনা সব; নয় তেমনি,  যেমন আমি বলি।
সোজা পথটি রেখে আমি উল্টো পথে চলি
সব ঠিক-ঠাক নো প্রোবলেম, সবই যখন দেখে;
আমার জানি কেমন কেমন অন্যরকম ঠেকে।
বেশ ক’বছর থেকেই এ রোগ ভর করেছে মোরে
ঠিক করেছি নো ফেইজবুক আর্লি উঠবো ভোরে।