Wednesday, July 15, 2015

রাজন

সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে রাজন পর্যন্ত
কি হয় তোমাদের সেই হত অথবা হত্যাকারী?
হয়তো কারো সন্তান. ভাই, বাবা, বন্ধু, স্বজন!
কেন হয় এসব বলতে পারো?
তোমার সন্তান কেন আর একজনের সন্তানকে খুন করে?
তোমার ভাই কেন আর একজনের ভাইকে খুন করে?
তোমার বাবা, বন্ধু বা স্বজন কেন মানুষ খুন করে?
আইন কেন হাতে তুলে নিতে হয় মানুষকে?
সুবিচার সুবিচার পেতে পেতে আরো একটি জীবন অতিবাহিত হয়ে যায়।
হয়তো জীবনেও ধরা দেয় না সেই শ্বেত কপোত।
লাল রং তোমাদের এত প্রিয়?
হতের মত হত্যাকারীর জন্যও তোমাদের প্রান কাঁদে।
বুক ভরা মায়া তোমাদের,
এত ভালবাসা, এত ধৈর্য পৃথিবীতে আর কোন জাতির আছে?
কত জ্বালাময়ী অথবা মর্মস্পর্শী লেখা
কত আকুতি কত বিলাপ!
ভুলে যেতেও সময় লাগে না মোটেও।
সুধুমাত্র লাইক অথবা ভিউ পাওয়ার জন্য হলে ঠিক আছে।
যদি সত্যি চাও তবে আইনের শাসনের, সুবিচারের জন্য এখনি সোচ্চার হও।
হ্যা তোমাকে বলছি যে দিন আনো দিন খাও, সেই থেকে

মসনদের সর্বোচ্চ শিখর পর্যন্ত সকলকে।

No comments:

Post a Comment