নির্বোধের সর্গ
বল তো দেখি, সত্যি করে—
শান্তিতে কি আছিস?
নিজের গড়া জাহান্নামে
স্বর্গের আশায় বাঁচিস?
পরের তরে গর্ত খুঁড়ে
করলিরে সব মাটি;
তুই, আমি আর আমরা মিলে
সেই পথেই হাঁটি।
লোভে পড়ে পায়েশ ভেবে
মলে দিলি চাটা;
আরাম করে বসলি যেথায়
বাঁশটি ছিল ফাটা।
ফাটাবাঁশের ঝক্কি অনেক,
যায় না নড়াচড়া;
ক’দিন পরে বুঝবি, কারে
বলে জ্যান্ত মরা!
No comments:
Post a Comment