Sunday, July 13, 2025

কনভেন্স খোর




আঁধার রাতের শেষে রোজ হয় ভোর
ঘুম ভেঙ্গে মনে পড়ে “কনভেন্স খোর”

যুগে যুগে এই মাল নানা রূপে আসে;
ক্ষমতা ও অর্থের লোভে তারা ভাসে।

নিজেকে নিজেই তিনি, দেন Authority-
মন তার লোভে ভরা Impurity

দু’ছিলিম সুখটান দু’টাকার লোভ
মনেতে জাগায় তার নিদারুন ক্ষোভ।

দুর্নামে ট্যাগ করা তার রাজনীতি
“যোগ্যতা” তার কাছে দুঃসহ ভীতি।

এই বুঝি যায় পদ এই যায় টাকা
এর ওর নাম দিয়ে কনভেন্স হাকা।

আবৃত্তি নাচ-গান নেই তার ঘটে-
তাই আজ “কনভেন্স খোর” তিনি বটে!



No comments:

Post a Comment