মোরা থাকি পাপের দেশে, মোরা পাপী নির্বিশেষে;
তুমি পাপকে করো ঘৃণা-; না না বলতে ওসব মানা।
না না না না না না না - হেথা বলতে ওসব মানা।।
মোরা খুঁজে খুঁজে বিভেদগুলো মাথায় জড়ো করি
মোরা বন্ধুত্ব হত্যা করে, শত্রুতা জয় করি!
মোরা পশুর মতো মানুষ মারি; পশু ভালোবাসি-
মোরা মানবরূপী পিশাচ, মোরা লোভী সর্বনাশী।
হেথা যুক্তি আর প্রশ্ন?!!! - তুলতে ওসব মানা।।
মোরা স্বপ্ন দেখি মিথ্যে জেনেও সেই স্বপ্নেই মরি -
মোরা অমানুষের মানবাধিকার বাস্তবায়ন করি
মোরা জেনে শুনেই নরক বানাই, বেহেশত নাম দিয়ে
আর তার ভেতরে নিজেদেরকে যাই নিজেরাই নিয়ে।
মোরা নির্বোধ এক জাতি?!!! ভাবতে ওসব মানা।।
তুমি পাপকে করো ঘৃণা-; না না বলতে ওসব মানা।
না না না না না না না - হেথা বলতে ওসব মানা।।
মোরা খুঁজে খুঁজে বিভেদগুলো মাথায় জড়ো করি
মোরা বন্ধুত্ব হত্যা করে, শত্রুতা জয় করি!
মোরা পশুর মতো মানুষ মারি; পশু ভালোবাসি-
মোরা মানবরূপী পিশাচ, মোরা লোভী সর্বনাশী।
হেথা যুক্তি আর প্রশ্ন?!!! - তুলতে ওসব মানা।।
মোরা স্বপ্ন দেখি মিথ্যে জেনেও সেই স্বপ্নেই মরি -
মোরা অমানুষের মানবাধিকার বাস্তবায়ন করি
মোরা জেনে শুনেই নরক বানাই, বেহেশত নাম দিয়ে
আর তার ভেতরে নিজেদেরকে যাই নিজেরাই নিয়ে।
মোরা নির্বোধ এক জাতি?!!! ভাবতে ওসব মানা।।
No comments:
Post a Comment