Tuesday, July 29, 2025

ঘুষের রেট!!

 দুষিত মনের লোভ বেড়ে চলে

যত গত হয়  DATE.


ঘুষ নিতে-নিতে শান্তি হারিয়ে

বাড়াবি তোর POCKET?

বুঝবি যেদিন - ততদিনে হায়!

হয়ে যাবে খুব LATE.


Sunday, July 13, 2025

কনভেন্স খোর




আঁধার রাতের শেষে রোজ হয় ভোর
ঘুম ভেঙ্গে মনে পড়ে “কনভেন্স খোর”

যুগে যুগে এই মাল নানা রূপে আসে;
ক্ষমতা ও অর্থের লোভে তারা ভাসে।

নিজেকে নিজেই তিনি, দেন Authority-
মন তার লোভে ভরা Impurity

দু’ছিলিম সুখটান দু’টাকার লোভ
মনেতে জাগায় তার নিদারুন ক্ষোভ।

দুর্নামে ট্যাগ করা তার রাজনীতি
“যোগ্যতা” তার কাছে দুঃসহ ভীতি।

এই বুঝি যায় পদ এই যায় টাকা
এর ওর নাম দিয়ে কনভেন্স হাকা।

আবৃত্তি নাচ-গান নেই তার ঘটে-
তাই আজ “কনভেন্স খোর” তিনি বটে!



Friday, July 11, 2025

পাপের দেশে

মোরা থাকি পাপের দেশে, মোরা পাপী নির্বিশেষে;
তুমি পাপকে করো ঘৃণা-; না না বলতে ওসব মানা।
না না না না না না না - হেথা বলতে ওসব মানা।।

মোরা খুঁজে খুঁজে বিভেদগুলো মাথায় জড়ো করি
মোরা বন্ধুত্ব হত্যা করে, শত্রুতা জয় করি!
মোরা পশুর মতো মানুষ মারি; পশু ভালোবাসি-
মোরা মানবরূপী পিশাচ, মোরা লোভী সর্বনাশী।
হেথা যুক্তি আর প্রশ্ন?!!! - তুলতে ওসব মানা।।

মোরা স্বপ্ন দেখি মিথ্যে জেনেও সেই স্বপ্নেই মরি -
মোরা অমানুষের মানবাধিকার বাস্তবায়ন করি
মোরা জেনে শুনেই নরক বানাই, বেহেশত নাম দিয়ে
আর তার ভেতরে নিজেদেরকে যাই নিজেরাই নিয়ে।
মোরা নির্বোধ এক জাতি?!!! ভাবতে ওসব মানা।।