তোমাদের পাশের বাড়ির জীবিত লেখকটি
কতগুলো কবিতা, গান বা উপন্যাস লিখেছে?
তার জীবন-জীবিকার বর্তমান অবস্থা কি?
কিংবা; পাশের পাড়ার মেয়েটিকে চেনো?
যে জাতীয় প্রতিযোগিতায় গান গেয়ে পুরস্কার পেয়ে
তোমাদেরএলাকার সুনাম বাড়িয়েছে;
যে এখন তেমন ঘর থেকেই বেরোয় না।
অথবা সেই শিল্পীদের কথা?
যারা রঙ আর কাগজের মূল্য বৃদ্ধিতে ছবি আঁকা ছেড়েই দিয়েছে?
তোমরা কি জানো?
আশেপাশের কত সৃষ্টিশীল মানুষ তাদের সৃষ্টিশীলতাকে
অভাবের কাছে বিক্রি করে দিয়ে পেট চালানোর সংগ্রামে যোগ দিয়েছে?
তোমরা তো মৃতদের শহরে বসবাস করো!
এলাকার বা দেশের জনপ্রিয় মৃত মানুষগুলো তোমাদের প্রধান লক্ষ্য
তোমরা এটুকুও জানোনা যে,
মৃতদের শহরে মৃতদের নিয়ে শুধু মৃতরাই বসবাস করে।।
No comments:
Post a Comment