Wednesday, August 23, 2023

দেশ



একটা পুকুর টইটুম্বুর নানান মাছে ভরা
অগনিত মাছ অসহায়, যায়না নড়া-চড়া
অল্প কিছু রাঘব বোয়াল পুকুর বেড়ায় চষে
যারে ইচ্ছে তারে ধরে, দোষে বা নির্দোষে।
রাঘব-বোয়াল চরিত্রহীন নেইকো নীতি-জ্ঞান।
ছোট-ছোট মাছেরাই তাদের আবার ফ্যান।
ফ্যান ঠিক নয়, প্রানের ভয়ে শোষন মেনে চলে
প্রানের ভয়েই প্রান দিয়ে যায় প্রতি পলে পলে।
ছোট্ট এ প্রান ছোট্ট জীবন তবু কতই আশা।
নরক ভয়ে নরকেই গড়ছে আশার বাসা।

Sunday, August 20, 2023

বঙ্গদেশের সার্বজনীন খাবার।




খাবার দাবার সার্বজনীন সবসময়ে হয় না
সকল খাবার সকল পেটে সমানভাবে সয়না।
পেট কি বলি; দৃষ্টি ভঙ্গি! একের খাবার দেখে;
অন্যজনের বমি আসে দেখলে তারে চেখে।
ধর্ম-বর্ণ-দেশ ভেদেও নানান রকম রূচি
একজনে যা খায় সাদরে অপরের অশুচি।
তারপরেও মহা খাবার আছে বঙ্গদেশে
এই খাবারের রূচি আছে সকল নির্বিশেষে।
ধর্ম-বর্ণ, চাকরীর গ্রেড প্রথম কিংবা চার
হোক অফিসের প্রধান কিংবা হোক না সে ড্রাইভার।
এই খাবারে রূচি বিরোধ নেই মোটে একচুল
হোক না তাহার নাম অভিজিৎ, হোক না নেফাউল।

অন্ধকার


রাত ক্রমশই হচ্ছে ঘন, মানুষ ভোরের আশায়;
হতাশা আর ক্ষোভ নিয়ে আজ নিজকে নিজে শাসায়।
চেতনা আর ধর্মবাজির আছে নানান উপশম;
মানুষ কি আর মানুষ এখন রোবট হবার উপক্রম।
উদ্ধগতি মুল্য এবং নিম্নগতির আয়ে,
ছুটছে মানুষ এদিক-সেদিক ছুটছে ডানে-বায়ে।
এই সময়ে করের আঙ্গুল ঢুকছে পকেট মাঝে;
ঘুষের টাকা, স্পিড মানি সকাল সন্ধ্যা সাঝে।
যে যার মতোন করছে শোষন যায়না কিছু বলা
 আঘাতকারীর আঘাত সয়ে, মুখটি বুজে চলা।
মুখ বন্ধ, বিবেক এখন অবশ হয়ে ভয়ে!
দুঃসহ এই পরিস্থিতি যাচ্ছে সয়ে সয়ে।
ভুল বোঝালেও বুঝতে হবে, থাকতে হবে চুপ;
যেথায় আছো স্বর্গ ভাবো, হলেও মৃত্যুকুপ।
এদেশ আমার, এদেশ তোমার, সবার এদেশ ভাই
দেশের তরে মুখ বুঝে সব সহ্য করা চাই।
ঐযে দেখ ভিন্ন জাতের শকুন অপেক্ষাতে,
এদের থেকে বেঁচেও গেলে পড়বে ওদের পাতে।
শকুন আসে, বদলেও যায় আবার ফিরে আসে
হায়নারা সব যথারীতি ঘোরে আশে-পাশে।
জন্ম তোমার ধন্য হল পশুখাদ্য হয়ে;
উর্বরা হোক জন্মভূমি তোমার রক্ত বয়ে।