Wednesday, August 23, 2023
Sunday, August 20, 2023
বঙ্গদেশের সার্বজনীন খাবার।
খাবার দাবার সার্বজনীন সবসময়ে হয় নাসকল খাবার সকল পেটে সমানভাবে সয়না।পেট কি বলি; দৃষ্টি ভঙ্গি! একের খাবার দেখে;অন্যজনের বমি আসে দেখলে তারে চেখে।ধর্ম-বর্ণ-দেশ ভেদেও নানান রকম রূচিএকজনে যা খায় সাদরে অপরের অশুচি।তারপরেও মহা খাবার আছে বঙ্গদেশেএই খাবারের রূচি আছে সকল নির্বিশেষে।ধর্ম-বর্ণ, চাকরীর গ্রেড প্রথম কিংবা চারহোক অফিসের প্রধান কিংবা হোক না সে ড্রাইভার।এই খাবারে রূচি বিরোধ নেই মোটে একচুলহোক না তাহার নাম অভিজিৎ, হোক না নেফাউল।
অন্ধকার
রাত ক্রমশই হচ্ছে ঘন, মানুষ ভোরের আশায়;হতাশা আর ক্ষোভ নিয়ে আজ নিজকে নিজে শাসায়।চেতনা আর ধর্মবাজির আছে নানান উপশম;মানুষ কি আর মানুষ এখন রোবট হবার উপক্রম।উদ্ধগতি মুল্য এবং নিম্নগতির আয়ে,ছুটছে মানুষ এদিক-সেদিক ছুটছে ডানে-বায়ে।এই সময়ে করের আঙ্গুল ঢুকছে পকেট মাঝে;ঘুষের টাকা, স্পিড মানি সকাল সন্ধ্যা সাঝে।যে যার মতোন করছে শোষন যায়না কিছু বলা আঘাতকারীর
আঘাত সয়ে, মুখটি বুজে চলা।মুখ বন্ধ, বিবেক এখন অবশ হয়ে ভয়ে!দুঃসহ এই পরিস্থিতি যাচ্ছে সয়ে সয়ে। ভুল বোঝালেও বুঝতে হবে, থাকতে হবে চুপ;যেথায় আছো স্বর্গ ভাবো, হলেও মৃত্যুকুপ।এদেশ আমার, এদেশ তোমার, সবার এদেশ ভাইদেশের তরে মুখ বুঝে সব সহ্য করা চাই।ঐযে দেখ ভিন্ন জাতের শকুন অপেক্ষাতে, এদের থেকে বেঁচেও গেলে পড়বে ওদের পাতে। শকুন আসে, বদলেও যায় আবার ফিরে আসেহায়নারা সব যথারীতি ঘোরে আশে-পাশে।জন্ম তোমার ধন্য হল পশুখাদ্য হয়ে;উর্বরা হোক জন্মভূমি তোমার রক্ত বয়ে।
Subscribe to:
Comments (Atom)


