Thursday, June 2, 2022

আবদুল গাফফার চৌধুরী

 

তোমার গানে ফুটলো যে ফুল

তারই সুবাস বিশ্বময়।

বিদায় বন্ধু তোমার স্মৃতি

বাংলাভাষীর ভোলার নয়।

 

বাংলা ভাষার সৈনিক তুমি,

তুমি প্রিয়জন; তুমি চিরচেনা

ভাষার কবি; প্রানের মানুষ

আমরা তোমায় ভুলবো না।

 

Saturday, February 5, 2022

আত্মসম্মান


 তুমি মানুষ রেখে পদ-পদবীর গাও গুনগান যত
 তুমি মানবতা মাড়িয়ে যতই ছোট অবিরত।
তুমি এই মানুষের রক্ত দিয়েই রাঙ্গাও তোমার পথ;
তুমি একাই কেবল সম্মানিত, এই তো তোমার মত?
 
তাদের মাঝেও এমন মানুষ আছেন, তা নাও জেনে।
যারা; খালি পেট আর পকেট বেচেই; উচু মাথা কেনে।

চুরির শুরু-



 ছোট্ট শিশু; কি করেছে? পরের গাছে ঢিল মেরেছে।
পাকলে বড়ই সবাই অমন মারেই।
হাস মুরগীর খোপখানা, কাল রাতের বেলা হল চুরি
কৈশোরে তাও একটু আধটু ঝাড়েই।
 
 চুরি শুরু এখান থেকেই, কচু গাছটি কেটে কেটেই
ডাকাত হয়ে উঠবে সে একদিন।
নষ্ট নীতির শিক্ষা থেকে, দুর্নীতিবাজ উঠবে পেকে,
সোনার দেশে আনবে সে দুর্দিন।