শিল্প এবং সাংস্কৃতির আমি বড় ভাই!
এসব শুনে হাসে যারা তাদের বলে যাই-
ফ্যাসিষ্ট তারা, হিসেব নেব সুযোগ যদি পাই!
তারা বলে আমার নাকি কোন প্রডাক্ট নাই
“গান, কবিতা, নৃত্যকলা,
সবই আমার ছলাকলা;
সারা জীবন একটি মাত্র পথনাটক ভাই
মঞ্চেও নাই ষ্টেজেও নাই” - সবই শুনতে পাই।
বহুদিনের পরে এলো একটু সুযোগ তাই
কি হয় তোদের; একটু যদি মেরে কেটে খাই?
আমার খাওয়া বন্ধ হলে-
মোর গদিতে আগুন দিলে-
ফ্যাসিষ্ট তোদের বানিয়ে দেব
তোদের ক্ষমা নাই।
দেখবি তখন নীল আকাশে
ঘাস খাবে নীল গাঁই!😛

No comments:
Post a Comment