Sunday, June 15, 2025

দুধের মাছি



দুধের মাছির যোগ্যতা এক,
সময়ে দুধ খাওয়া;
অসময়ে দূরবীনেও
যায় না খুঁজে পাওয়া।
তোমার আশপাশেও এমন
অনেক মাছি আছে;
খাওয়া হলেই, সব ভুলে ফের
লাগবে তোমার পাছে।
বেইমানির এই দৃশ্য এখন
চলছে চারিপাশে;
বানিয়ে এদের, সৃষ্টিকর্তা
অলক্ষেতেই হাসে।

Monday, June 9, 2025

বড় ভাই-



শিল্প এবং সাংস্কৃতির আমি বড় ভাই!
এসব শুনে হাসে যারা তাদের বলে যাই-
ফ্যাসিষ্ট তারা, হিসেব নেব সুযোগ যদি পাই!

তারা বলে আমার নাকি কোন প্রডাক্ট নাই 
গান, কবিতা, নৃত্যকলা, 
সবই আমার ছলাকলা;
সারা জীবন একটি মাত্র পথনাটক ভাই
মঞ্চেও নাই ষ্টেজেও নাই” - সবই শুনতে পাই।

বহুদিনের পরে এলো একটু সুযোগ তাই
কি হয় তোদের; একটু যদি মেরে কেটে খাই?

আমার খাওয়া বন্ধ হলে-
মোর গদিতে আগুন দিলে-
ফ্যাসিষ্ট তোদের বানিয়ে দেব
তোদের  ক্ষমা নাই।

দেখবি তখন নীল আকাশে 
ঘাস খাবে নীল গাঁই!😛


Friday, June 6, 2025

ফুল ফোটাবো গানে গানে 
আজকে মোরা সব