Thursday, June 15, 2023

দুরত্ব

 আর কতটা দুরত্ব তৈরি করবে তোমার আমার মাঝে?
তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দুর থেকে
চাঁদ প্রতিমাসেই জোছনা পাঠায় আমার কাছে।
কোটি কোটি কিলোমিটার দুর থেকে
সূর্যের আলো এসে দেখা দেয় রোজ।
সাত আসমান দুর থেকে।
মাঝে মাঝে ইশ্বর এসেও দেখা দেন,
যোগাযোগ করেন।
অসীম বিশ্বব্রক্ষান্ড আমার গা ঘেষে
রোজ তার উপস্থিতির জানান দেয়।
অথচ তুমি? 

No comments:

Post a Comment