লিখতে থাকো গাইতে থাকো চর্চা থাকুক
অব্যহত
আসুক দুঃখ দারিদ্র আর অবহেলা অবিরত;
বাতাস খেয়ে থাকবে তুমি সইবে গরম, বর্ষা, শীত
তোমার ত্যাগই সংস্কৃতির উৎকর্ষে আবশ্যিক।
কি চাও তুমি? তোমার জীবন ধন্য শুধুই দিয়ে দিয়ে;
জাতি উঠবে মগডালেতে(!), তোমারটাকেই নিয়ে নিয়ে।
দেশের তরে এতটুকু! হোক তা তোমার আমরন।
মরলে, তোমায় স্মরন সভায় শোধ দেবে সব জনগন।
মরোনোত্তর দুই চারটা পুরস্কারও জুটবে ভালে;
পরপারে দেখবে তুমি, লাগবে হাওয়া মনের পালে।
ভাবতে পারো সেথায় বসে, কি লাভ এসব এখন পেয়ে?
সান্তনা নাও, কিছু পেলে, একবারে না পাওয়ার চেয়ে।
মনে মনে চিন্তা তোমার, জন্মি যদি আর একবার;
সাংস্কৃতির চর্চা? দুর দুর! আমলা হওয়াই ফায়দার।
০২/০৩/২০২৩
No comments:
Post a Comment