Friday, March 10, 2023

নাট বল্টু

 

বল্টু আসিয়া কহিলো নাটেরে তুই শালা বড় বাম

তোর প্রবেশের প্যাচে প্যাচে জ্বালা, ছুটিতেছে মোর ঘাম

নাট কহে শালা পুচকে বল্টু ঐটুকু তোর সাইজ!

ফোট শালা তুই, তোকে ছাড়া আজ, চলবে যে কাম কাইজ।

কল কব্জা ও যন্ত্রংশরা খুলিয়া খুলিয়া পরে

এমনি করিয়া সম্ভাবনারা, ধুকিয়া ধুকিয়া মরে।

বেকুব জনতা- ও রাষ্ট্রীয় চোর;

রাষ্ট্র ব্যবস্থাতে যখন সবখানেতেই চোর;
রাষ্ট্র তখন বিড়ম্বনা, মাচ মাচ মাচ মোর।
চোর- গাছে খাবে তলারটাকেও করবে পরিস্কার।
তারপরে কোন পদ্ধতিতে?
আটকাবে কোন কোন নীতিতে?
করবে আবিস্কার।
 
জনগন!
এমন চোরের মাঝে তুমি দেশের মালিক হয়ে;
পড়ে গ্যাছো গ্যাড়াকলে লোটা কম্বল লয়ে।
যেই নীতি আর যেই আইনটাই হোকনা কেন পাশ;
ওদের তাতেই পোয়াবাড়ো, তোমার পিছে বাঁশ।
আইন মানা সে তোমার কর্ম, পান থেকে চুন গেলে,
শাসন বানী শুনতে হবে,
জরিমানা গুনতে হবে, নিজের করা ভুলে।
 ভাবছো তুমি যাচ্ছে বুঝি ওই টাকা রাজকোষে?
হয়তো তুমি জানতে পারে,
কিংবা আমায় মানতে পারো,
সব আইনেই পকেট ওদের ভরছে পরিতোষে।
 
বাড়ছে এখন দিনে দিনে সকল বাজার দর,
খরচ তোমার তোমার আয়ে
আধপেটে দিন যাক না বয়ে
চোরের টাকা দিতেই হবে, না হলে তুই মর।
খাটতে হবে, করতে হবে এক দিনে পাঁচ কাজ
না হলে কাল বিদেশ গিয়ে
শ্রমিক হয়ে লেবার দিয়ে,
রেমিটেন্স বাড়াতে হবে, যাই ভাবো সাত পাঁচ।
 
চোরের আবার বেতন আছে, ভুললে কি আর চলে?
দিতে হবে, বেতন-বোনাস মাস বা বছর গেলে।
হাত লাগেনা, বেতন তাদের ব্যাংকে পড়েই থাকে;
তারপরেও; মাস গেলে তা দিতেই হবে তাকে
 
  বোকা মালিক, স্বপ্ন অলীক দেখতে অনেক পারো,
একদিন সব ঠিক হবে তাই মুখ বুজে সও আরো,
দেয়ালে পিঠ ঠেকে ঠেকে চামড়া গেছে উঠে,
মালিক হয়ে কর্মচারীর বইছ যে আজ মুটে।
হায় জনগন! বেকুব হয়েই কাটছে তোমার দিন!
 রাজকীয় চোরের খোরাক বাড়ছে যে দিন দিন।
তোমার লাখো প্রানের দামে স্বাধীন হল দেশ;
দিয়ে দিয়েই আজকে তুমি হয়েছ নিঃশেষ।   
পেট ভরেনা, রোগ সারেনা, শুকায়না তো ঘাম।
আটি ছোলা, এটাই এখন আম জনতার আম।
11.03.2023

Wednesday, March 1, 2023

সাংস্কৃতি চর্চা

 


লিখতে থাকো গাইতে থাকো চর্চা থাকুক অব্যহত
আসুক দুঃখ দারিদ্র আর অবহেলা অবিরত;
বাতাস খেয়ে থাকবে তুমি সইবে গরম, বর্ষা, শীত
তোমার ত্যাগই সংস্কৃতির উৎকর্ষে আবশ্যিক।
কি চাও তুমি? তোমার জীবন ধন্য শুধুই দিয়ে দিয়ে;
জাতি উঠবে মগডালেতে(!), তোমারটাকেই নিয়ে নিয়ে।
দেশের তরে এতটুকু! হোক তা তোমার আমরন।
মরলে, তোমায় স্মরন সভায় শোধ দেবে সব জনগন।
মরোনোত্তর দুই চারটা পুরস্কারও জুটবে ভালে;
পরপারে দেখবে তুমি, লাগবে হাওয়া মনের পালে।
ভাবতে পারো সেথায় বসে, কি লাভ এসব এখন পেয়ে?
সান্তনা নাও, কিছু পেলে, একবারে না পাওয়ার চেয়ে।
মনে মনে চিন্তা তোমার, জন্মি যদি আর একবার;
সাংস্কৃতির চর্চা? দুর দুর! আমলা হওয়াই ফায়দার।
০২/০৩/২০২৩