বল্টু আসিয়া কহিলো নাটেরে তুই শালা বড় বাম
তোর প্রবেশের প্যাচে প্যাচে জ্বালা, ছুটিতেছে মোর ঘাম
নাট কহে শালা পুচকে বল্টু ঐটুকু তোর সাইজ!
ফোট শালা তুই, তোকে ছাড়া আজ, চলবে যে কাম কাইজ।
কল কব্জা ও যন্ত্রংশরা খুলিয়া খুলিয়া পরে
এমনি করিয়া সম্ভাবনারা, ধুকিয়া ধুকিয়া মরে।
