Wednesday, August 19, 2020

চোর

 


পরের বাড়ির আম-জাম চোর

হাস, মুরগী, লিচু, এচড়;

দিন যত যায় এমনি করে

হাতের কেরামতি বাড়ে।

ছোট্ট চোর আজ মস্ত চোরা

এখন চড়ে গাড়ি ঘোড়া।

Monday, August 17, 2020

সত্য কথা




 















শোনেন,

আমি আগের মত ইদানিং আর

 সত্য কথা কই না।
কওয়ার আগে, অনেক ভাবি;
ফাও রিস্ক আর লই না।
 
এই যে ধরেন কেউ জিগাইলো
কেমন আছেন ভাই”?
আমি অনেক কিছু ভাবি;
কি বলিলে ভালো হয়
আর কোনটাতে রিস্ক নাই?
 
ভালো কিংবা খারাপ আছি,
আনন্দে বা দুঃখে আছি,
কি বললে সে খুশি?
সে যেটা চায়, সেটাই বলি,
সত্যি, মনে পুশি।
 
এমনি করেই সত্যিটাও
মরে মনের মাঝে
রোবট হয়ে বেড়াই ঘুরে
সকাল সন্ধ্য সাঁঝে।